Sunday, 6 September 2015

বাংলাদেশে পাওয়ারফুল ক্লাউড হোস্টিং সেবা নিয়ে এলো “গ্রীন হোস্টিং”। আপনার ওয়েবসাইট হোস্ট করুন বাংলাদেশি হোস্ট গেটর সার্ভারে… “গ্রীন হোস্টিং” পাওয়ারফুল সার্ভার, দিন-রাত ২৪ ঘন্টা সাপোর্ট, ২৫% ডিস্কাউন্ট অফার চলছে।

X Marty Bangladesh
বাংলাদেশের ১নং হোস্টিং “গ্রীন হোস্টিং” এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছে। এবারে গ্রীন হোস্টিং আপনাদের জন্য নিয়ে এসেছে, দারুন দারুন সব অফার আর বিশ্ব সেরা ক্লাউড হোস্টিং সার্ভার। আমাদের সার্ভারে আপনাদের ওয়েবসাইট লোড হবে অনেক সাবলিল ভাবে। নিত্য নতুন ফিচার ও কারিগরি উৎকর্ষতা বাড়িয়ে, আমরা আমাদের সার্ভারে “ক্লাউড হোস্টিং” সার্ভার যুক্ত করেছি। আমাদের ক্লাউড সার্ভার অত্যন্ত হাই কনফিগারেশন করা। ওয়ার্ডপ্রেস বা ওপেনকার্ট – যেকোনো প্লাটফর্ম এ আপনার ওয়েবসাইট লোড হবে সুপার ফাস্ট। নিউস পেপার কিমবা ই-কমার্স যেকোনো ওয়েবসাইট আমাদের ক্লাউড সার্ভারে লোড হবে বুলেট গতিতে। পৃথিবীর সব বড় বড় কোম্পানির ওয়েবসাইট গুলো ক্লাউড সার্ভারে হোস্ট করা হয়। তাহলে, আপনি কেন পিছিয়ে থাকবেন? এখনি আপনার ওয়েবসাইট হোস্ট করুন, গ্রীন হোস্টিং এর ক্লাউড সার্ভারে।
মোবাইল- ০১৭৮৭৮৫৮৮৪৪


আমাদের ক্লাউড হোস্টিং এ যা যা থাকছেঃ
  • ১. সম্পূর্ণ SSD হার্ডডিস্ক (এতে আপনার ওয়েবসাইট লোড হবে ২০ গুন ধ্রুত)
  • ২. Cpanel কন্ট্রোল প্যানেল। (শুধুমাত্র আমরাই ক্লাউড হোস্টিং এ Cpanel দিই)
  • ৩. Softaculous (এক ক্লিকে ইন্সটল হয়ে যাবে ওয়ার্ডপ্রেস, জুমলা বা আরো ৩৬০ স্ক্রিপ্ট)
  • ৪. CloudFlare Enabled (এর ফলে আপনার ওয়েবসাইট হবে ৩০ গুন ধ্রুত আর হাকিং প্রোটেকটেড)
  • ৫. ফ্রী এসইও টুলস (সার্চ ইঞ্জিন এর জন্য অত্যধিক কার্যকরী)
  • ৬. দিন রাত ২৪ ঘন্টা ডেডিকেটেড কাস্টোমার সাপোর্ট
  • ৭. ১০০% আপটাইম (ওয়েবসাইট ১ মিনিটের জন্য ডাউন থাকে না)
  • ৮. হুট করে ওয়েবসাইট এ ভিজিটর বেড়ে গেলেও ওয়েবসাইট ডাউন হয় না।
  • ৯. FREE website Migration (অন্য সার্ভার থেকে আমাদের সার্ভারে আসতে চাইলে, আমরা এনে দিবো কোন প্রকার ডাউনটাইম ছাড়া)
  • মোবাইল- ০১৬১৭৮৫৮৮৪৪

No comments:

Post a Comment